Spread the love

হাবিবুর রহমান: সাতক্ষীরা সদরের বাঁশদহা টু রেউইবাজার সড়ক দিয়ে প্রতি নিয়ত চলছে ১০ চাকার বালির ট্রাক। ফলে সংস্কার হওয়া রাস্তা বছর না পেরুতেই নষ্ট হয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে ১০ টনের বেশি পন্য বহন নিষিদ্ধ হওয়া স্বত্তেও কতিপয় ভাটা মালিক ও বালি ব্যবসায়ীরা ১০ চাকার ট্রাকে করে ১৫ থেকে ৪০ টনের বালির ট্রাক প্রবেশ করাচ্ছে। কতিপয় ব্যক্তির স্বার্থের কারণে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

কামরুজ্জামান কাজল, ইয়ারুল, বাবুসহ বাঁশদহা এলাকার অনেকেই বলেন, হাওয়ালখালীর বটতলা এলাকায় নির্মিত ইট ভাটায় বালি ও কয়লা সরবরাহ, কতিপয় বালি ব্যবসায়ী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে ১০ চাকার বালির ট্রাক নিয়ে যাচ্ছে। এক বছর আগে এই রাস্তা সংস্কার করা হয়। বছর না যেতেই হাওয়ালখালীর বটতলার উত্তর পাশের রাস্তা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া ওই রাস্তায় সামান্য ইটের টুকরা দিয়ে দায়সারা ভাবে রাস্তা মেরামত করার চেষ্টা করেছে ওইভাটা মালিক। এখনই যদি এই সকল ট্রাক যাতায়াত বন্ধ করা না হয় তবে আগামী বর্ষার আগেই রাস্তাটি একেবারে শেষ হয়ে যাবে।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোশারাফ হোসেন বলেন, এই রোডে ১০ চাকার ট্রাক প্রবেশ করছে কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।