February 27, 2021, 6:35 pm
এসভি ডেস্ক: পুরুষ সমকামিতা নিয়ে উপন্যাস লিখে এবং বিক্রি করার অভিযোগে চীনে এক নারী লেখককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ লেখকের নাম লিউ। তবে তিনি পরিচিত তিয়ান ই নামে। তার লেখা বইটির শিরোনাম ‘অকিউপেশন’।
গেল ৩১ অক্টোবর আনহুই প্রদেশের একটি আদালত তাকে এ সাজা দেয় বইটিতে ‘অশ্লীল দৃশ্য’ উপস্থাপনের অভিযোগে।
আদালত বলছে, উপন্যাসটিতে পুরুষদের সমকামী আচরণ তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে বিকৃত যৌন আচরণ যেমন বলাৎকার এবং গালিগালাজ।
তবে লিওকে দীর্ঘ মেয়াকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে সরব হয়ে উঠেছে দেশটির সোস্যাল মিডিয়া। অনেকেই আদালতের এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
এদিকে লেখিকা লিউ এ রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে চীনে ৪ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের দায়ে ধর্ষকের মাত্র ৮ বছরের সাজা হয়। এবার সমকামিতা নিয়ে বই লিখে লেখককে পেতে হলো ১০ বছরের কারাদণ্ড। বিষয়টিকে অনেকেই আদালতের বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন।
All rights reserved © Satkhira Vision