March 5, 2021, 11:06 pm
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় বসত বাড়ির মধ্যে অবস্থিত বিচলীর গাদায় আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে গোয়ালের গরু ও বসতবাড়ি।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে বেউলা গ্রামের মৃতঃ জবেদ আলী শেখের ছেলে খলিল শেখের বাড়িতে।
খলিল শেখ জানান, তিনি শেষ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মৎস্য ঘের থেকে বাড়ি ফিরে দেখতে পান তার গোয়াল ঘর ও বসত বাড়ির সন্নিকটে বিচলীর গাদায় আগুন জ্বলছে। তার চিৎকারে প্রতিবেশিরা ঘুম থেকে উঠে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, তড়িঘড়ি করে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব না হলে খলিল শেখের গোয়ালের কয়েকটি গরু, বসত বাড়ি এমনকি পাশ্ববর্তী এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা ছিলো। তবে আগুন লাগার কারন নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান খলিল শেখ।
All rights reserved © Satkhira Vision