এসভি ডেস্ক: রাজধানীতে বিশ্ব কবিমঞ্চের আয়োজনে গ্রীষ্মকালীন কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর ১৮) সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ওয়াহিদুল হক সভা কক্ষে এ গ্রীষ্মকালীন কবিতা আসর অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রিয় আহবায়ক পুলক কান্তি ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ড. নিরঞ্জন অধিকারী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলার প্রখ্যাত লেখক ও বঙ্গবন্ধু গবেষক ড. দেবব্রত দেবরায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত সাহিত্যিক ড. আশিস কমার বৈদ্য, বিশ্ব কবিমঞ্চ আগরতলা শাখার সম্পাদিকা সুমিত্রা বর্ধন।
কবিতা পাঠে অংশগ্রহন করেন সোনালী রায় বাগচি (আগরতলা, ভারত), রুপনারায়ণপুর পিস ওয়েলফেয়ার অরগানাইজেশন এর প্রেসিডেন্ট শতদ্বীপ সেন (রুপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান, ভারত), আবৃত্তি শিল্পী মৃণাল দেবনাথ (ত্রিপুরা, ভারত), কমরেড আলাউদ্দিনের মেয়ে আফরোজা অদিতি (ঢাকা, বাংলাদেশ), বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রিয় কমিটির সদস্য লিপি শেট (ঢাকা, বাংলাদেশ), বিশ্ব কবিমঞ্চ সাতক্ষীরা শাখার আহবায়ক ডা: মো. মুনসুর রহমান (ঢাকা, বাংলাদেশ), আসাদুজ্জামান (ময়মনসিংহ, বাংলাদেশ), আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাসার (ঢাকা, বাংলাদেশ)।
সংঙ্গীত পরিবেশন করেন সরোয়ার মাহিন (ঢাকা, বাংলাদেশ) ও স্বর্ণিমা রায় (আগরতলা, ভারত)।
কবিতা পাঠে হামিদ সরকার, ইত্তেফাকের সাংবাদিক রাহাত খানের স্ত্রী অর্পণা খানসহ বাংলাদেশ ও ভারতের সম্মানিত কবি, সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রিয় কমিটির সদস্য এ্যাড. গোলাম কিবরিয়া।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608