নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের ৬৭ তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে জন্মদিন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম কেক কেটে জন্মদিন পালন করেন।
আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১৯৫৩ সালের ১৭নভেম্বর সদরের উত্তর ফিংড়ী গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ফিংড়ী গ্রামের আব্দুল জব্বার ও রিজিয়া সুলতানার গর্বিত সন্তান। গতকাল ১৭ নভেম্বর ২০১৮সালে তিনি ৬৭বছরে পর্দাপন করেন।
জন্মদিন অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশীদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ডেইলি সাতক্ষীরা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মোনায়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আজাদ হোসেন, ছাত্রলীগের আহবায়ক খান আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।