Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া সংসদীয় আসনে (সাতক্ষীরা-০১) নৌকার মনোনয়নের দাবীতে এ বিশাল গণমিছিল ও সমাবেশ করা হয়।

কলারোয়া উপজেলা আওয়ামীলীগ, মহিলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতে বের হওয়া বিশাল গণমিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া(সাতক্ষীরা-০১) সংসদীয় আসনে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন কে দলীয় ভাবে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন শেখ হসিনাকে সাতক্ষীরা-০১ সংসদীয় আসনটি উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।