কলারোয়া প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জন্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলার নির্ধারিত বুথ থেকে হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে তাঁর সহধর্মিনী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় তাঁর সাথে ছিলেন সাতক্ষীরা জেলা, তালা ও কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।