এস ভি ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সারা বাংলাদেশ তথা তরুণ সমাজের অহংকার বাংলাদেশ আওয়ামী তরুণলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ।
মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন শনিবার (১০ নভেম্বর) বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে জিএম শফিউল্লাহ সাতক্ষীরা তথা সারা বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
অন্যদিকে, শরতের মন্দমধুর হাওয়া, কাশের গুচ্ছ, সাদা জোছনার পালে ভাসতে ভাসতে চলে এসেছে হেমন্ত। শিশিরের শব্দ,শিশিরের জল,শিশিরের ঘ্রাণ, ধূসর কুয়াশা,মেঠে জোছনা, মাঠপাড়ের গল্প,কিঞ্চিৎ বিষণœতা মাখা হেমন্তের স্নিগ্ধ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আঃ সোবহান গোলাপের হাতে এ মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় তাঁর সাথে বাংলাদেশ আওয়ামী তরুণলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. আয়ুবুর রহমান, সহ-সভাপতি এ্যাড. গিয়াসউদ্দিন, এ্যাড. ইদ্দ্রিস আলি, মিরাজ মোক্তাদীর, নুরুজ্জামান, ড. এমদাদ হাসান, এ্যাড. ইমদাদ, যুগ্ন সাধারণ সম্পাদক কিরণ মৃধা, এ্যাড. সৈয়দ চৌধুরী, নুরুজ্জামান নুর, এ্যাড. সেলিম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মোঃ কায়েস আহম্মেদ, শামীম হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মেজবাবুল হক মেজবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন, সহ-সম্পাদক আব্দুল মজিদ খান মিলন, আলমগীর কবির, কার্যকরী সদস্য সুমন সরকার, মাসুদ রানা, মো: খাদেমুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাসুদ রানা, দক্ষিণের সাধারণ সম্পাদক রাজু আলমসহ বাংলাদেশের বিভিন্ন থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর আংশিক সাতক্ষীরা-৪ আসনের জনমানুষের কাছে দোয়া প্রার্থী।