এসভি ডেস্ক: প্রথম দিনেই ১৭০০ মনোনয়ন বিক্রি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। আজ শুক্রবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সকাল থেকে নেতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৭০০ ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৫টি জমা পড়েছে।’
শুক্রবার সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর প্রথম দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার হয়ে ওবায়দুল কাদের দুটি ফরম সংগ্রহ করেন। এরপর নোয়াখালী-৫ আসনের জন্য তিনি নিজের ফরমও সংগ্রহ করেন।
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। এজন্য সেখানে ৮টি বুথ খোলা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। আর ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664