Spread the love

বিশেষ প্রতিনিধি: ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে ইচ্ছুক জাপা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদকে বিজয়ী করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু। উপজেলা ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোড়ল জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক জুয়েল, যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। তাকে শ্যামনগর-কালিগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করার জন্য নেতা কর্মীদেরকে আহবান জানিয়ে তারা বলেন, এই আসন থেকে পল্লী বন্ধু সংসদ সদস্য নির্বাচিত হলে সাতক্ষীরার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। রাস্তা ঘাট, শিল্প কলকারখানার ব্যাপক উন্নয়ন হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাই সকলকে একসাথে হয়ে হোসাইন হোমাম্মদ এরশাদের পক্ষে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।