February 27, 2021, 6:32 am
এসভি ডেস্ক: শেষ হয়েছে সফর মাস। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার এ মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ১২ রবিউল আউয়াল অর্থাৎ ২১ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন শান্তির ধর্ম ইসলামের প্রচারক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়েদুল মুরসালিন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছরের জীবনকাল শেষে একই তারিখে ইন্তেকাল করেন তিনি। বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দিনটি তাই একই সঙ্গে আনন্দ ও বেদনার। দিনটি যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) নামে উদযাপিত হয়।
চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব আনিছুর রহমান। উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম প্রমুখ।
All rights reserved © Satkhira Vision