কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র জয়ী।
শুক্রবার বিকেলে কাকডাঙ্গা তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র ২-১ গোলে আগরদাঁড়ি সবুজ সংঘকে পরাজিত করে এ শিরোপা জয় করে। খেলার প্রথমার্ধ্বের শেষে ও দ্বিতীয়ার্ধ্বের শুরুতে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র গোল দুটি করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় প্রতিপক্ষ আগরদাঁড়ি সবুজ সংঘ দ্বিতীয়ার্ধ্বের শেষের দিকে একটি গোল দিয়ে সমতা ফেরানোর আশা জাগালেও তা বাস্তবে রূপ নেয়নি। ফলে ২-১ গোলে জয়লাভ করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র।
খেলাটি পরিচালানা করেন রেফারি মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন ও আবু সাঈদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, এড. আবুল বাশার, প্রভাষক শাহিনুর রহমান, সাংবাদিক আকবর আলি প্রমুখ।