এসভি ডেস্ক: জিম্বাবুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। বুধবার (৭ নভেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর রুসেপে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, যাত্রীবাহী একটি বাস রাজধানীর হারারে ছেড়ে রুসেপে শহরের দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেন, জিম্বাবুয়ে-মুতারি হাইওয়েতে বাস সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।
ওই দুর্ঘটনায় ৪৭ জন নিহত হওয়ার খবর প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, জিম্বাবুয়ের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম হেরাল্ড এক টুইটবার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে হতাহতের ছবি এতই বীভৎস যে, তা পোস্ট করার মতো নয়। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানায় হেরাল্ড।
সংবাদমাধ্যমটি আরও জানায়, জিম্বাবুয়ের পরিবহনমন্ত্রী বিগি মাতিজা এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।