March 4, 2021, 2:56 pm
বিশেষ প্রতিনিধি: খাবারের প্রলোভন দেখিয়ে ঘেরের ভেতরে নিয়ে সাড়ে চার বছর বয়সের শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। লম্পটের নাম রাসেল হোসেন(১৭)।
রাসেল সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
আজ(মঙ্গলবার) বিকালে কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
মেয়ের বাবা বলেন, বিকাল ৪টার দিকে আমার মেয়ে তার বড় চাচার সাথে ঘেরে যায়। চাচা মেয়েকে রাস্তায় দাড় করিয়ে ঘেরে খাদ্য দিতে গেলে রাসেল খাবারের প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি ঘেরে নিয়ে ধর্ষণ করে। পরে কাঁদতে কাঁদতে মেয়ে বাড়িতে আসলে আমার বড়ভাবি মেয়ের প্যান্টে রক্ত দেখতে পেয়ে কারণ জানতে চায়। এ সময় রাসেল তাকে খাবার দেবে বলে ডেকে ঘেরে নিয়ে যায় বলে সে জানায়।
এরপরই আমরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার(সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
All rights reserved © Satkhira Vision