March 4, 2021, 2:54 pm
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মহিউদ্দীন বলেছেন, চোরাচালান ও চোরাকারবারিদের কোন ছাড় নেই। মাদক, সন্ত্রাস ও চোরাচালান নিরোধ করে সাতক্ষীরাকে কলঙ্কমুক্ত করা হবে।
তিনি বলেন, সীমান্তে বসবাসকারী কারো বাড়িতে যদি চোরাচালান পণ্য পাওয়া যায় তবে সেই বাড়ির মালিককে দোষি সাব্যস্ত করা হবে। রাতে টহলরত বিজিবি কাউকে থামার নির্দেশ দিলে দাঁড়াতে হবে নতুবা গুলি করা হবে। সীমান্তে ভালো লোক যাতে হয়রনি না হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন-চোরদের ভালো মানুষের মধ্যে এনে দুধে চ্যানা মেশাবেন না।
বৃহষ্পতিবার বিকেলে ভাদিয়ালীর হাইস্কুল চত্বরে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে চোরচালান ও চোরাকারবারি নিয়ন্ত্রণে আনতে কলারোয়ার ভাদিয়ালীতে সাধারণ জনগণের সাথে বিজিবির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
All rights reserved © Satkhira Vision