March 1, 2021, 8:07 pm
এসভি ডেস্ক: জামাইয়ের বাড়ি যাওয়ার পথে সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। পথিমধ্যে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় পৌছালে সেখানে দাড়িয়ে থাকা একটি খালি ট্রলির সঙ্গে মেরে দেয়। এ সময় ড্রাইভারের বাম পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
All rights reserved © Satkhira Vision