Spread the love

এসভি ডেস্ক: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন- ২০২১ শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কলারোয়ার যুগিখালী বাজার সংলগ্ন মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নবাগত ইউএনও আর.এম সেলিম শাহ্ নেওয়াজ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, থানার ওসি শেখ মারুফ আহম্মদ ও যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।

প্রধান অতিথি মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘বর্তমান সরকারের সেবা দেশের প্রতিটি মানুষ আজ ঘরে বসেই পাচ্ছে। শান্তি বিরাজ করছে, প্রতিটি পরিবারে যা শেখ হাসিনার অবদান।’

সভাপতির বক্তব্যে ডিসি এসএম মোস্তফা কামাল বলেন- ‘রক্তে অর্জিত বাংলার এ স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে, এ অনুষ্ঠানের বিষয়ে কলারোয়ার সিংহভাগ সংবাদকর্মীদের আগে থেকে অবগত না করায় কিংবা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সাংবাদিকরা। তারা অভিযোগ করেছেন- ‘সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে সংবাদকর্মীরা অন্যতম প্রধান ভূমিকা রাখলেও সাংবাদিকদের এমন অনুষ্ঠান সম্পর্কে অবগত না করা যুক্তিযুক্ত নয়।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান- ‘সাংবাদিকদের কেন বলা হয়নি এ বিষয়ে জেলা তথ্য অফিসারকে জবাবদিহি করতে হবে। বিষয়টি আমি দেখছি।’