Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: মেটে আলু দেওয়ার প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক পঞ্চাশোর্ধ বৃদ্ধকে আটক করেছে সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ।

বৃদ্ধের নাম ইসমাইল গাজী(৫৫)। তিনি কালিগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের মৃত মানিক গাজীর ছেলে।

সোমবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মেটে আলু দেওয়ার নাম করে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ইসমাইলকে ধরে ফেলে।

তবে সাতক্ষীরা আদালতের পুলিশ হেফাজতে থাকা ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে।

কালিগঞ্জ থানার এসআই প্রসেন কুমার সেন বলেন, মঙ্গলবার ইসমাইল হোসেনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।  আসামী ইসমাইলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।