ফয়সাল আহম্মেদ: দীর্ঘ দিন ধরে বেহালদশা সাতক্ষীরা সদরের নারিকেলতলা-আখড়াখোলা সড়কের। সড়কের এমন অবস্থা হয়েছিলো যে যানবাহন চলাচল তো দূরে থাক, সড়কে ধান চাষ করা যাবে এমন অবস্থা। তবে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ(রবি) এম.পি. হাত ধরে সেই ভোগান্তির শেষ হতে চলেছে ।
আজ বুধবার বিকাল ৪ টায় ওই সড়ক সংস্কারকাজের উদ্ধোধন করেন সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি।
উদ্ভোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা পরিষদের সদস্য অবাইদুল রহমান লাল্টু, ছাত্রলীগ নেতা আজমীর হোসেন ফারিব, প্রিতম, হারুন, মিঠুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।