কলারোয়া প্রতিনিধি: কলারোয়া হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের পৌর কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাবলিক ইন্সটিটিউটে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনি দাস মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাবু প্রকাশ চন্দ্র হালদার, গোষ্ঠ চন্দ্র পাল, নরেন্দ্র নাথ ঘোষ, সুনিল দাস, লক্ষণ চন্দ্র বিশ্বাস, অসিত ঘোষ, হরিদাস পাল, প্রদীপ পাল, শংকর ঘোষ, নির্মল মন্ডল, চন্ডি চরণ পাল, প্রশান্ত বসু, আনন্দ বসু, মনোবাবু, আনন্দ, বাবু দাস, জীবন ঘোষ, উত্তম দে, শংকর মন্ডল, অসীম দাস, ময়না পাল, ভক্ত দাস, গোবিন্দ বিশ্বাস, উত্তম দাস, সুফল দাস প্রমুখ।
উপস্থিতিদের মতামতের ভিত্তিতে বাবু প্রকাশ হালদারকে সভাপতি, চিনি দাস মন্ডল, সুনিল দাস ও মনোরঞ্জন সরকারকে সহ.সভাপতি এবং লক্ষণ চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট পৌর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার প্রদীপ পাল।