Spread the love

এসভি ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিবেন। 

সোমবার (২৯ অক্টোবর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বন্ধের দাবিসহ জাতীয় ঐক্যফ্রন্ট উত্থাপিত বিভিন্ন দাবি নিয়ে আলোচনায় বসবে প্রতিনিধি দলটি।