এসভি ডেস্ক: বরগুনায় ইউনিয়ন পরিষদ মেম্বরকে প্রতিপক্ষরা কুপিয়ে পায়ের রগ কর্তন করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আহত মেম্বরকে মুর্মূষ অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শফিকুল ইসলাম পনু পাকুরগাছিয়া গ্রামের মোসলেম আলী মাষ্টারের ছেলে ও বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের মেম্বর।
সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়লা বাজারে মনিরুজ্জামান নশা চেয়ারম্যানের ঘরের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আহত শফিকুল ইসলাম পনু সোমবার সকালে তার বসত বাড়ী হতে আয়লা বাজারে যায়। ঘটনাস্থল মনিরুজ্জামান নশার বাসার সামনে পৌছলে তার প্রতিবেশী কুদ্দুস খান, মন্নান খান, ইউনুস খান, স্বপন খান, মালেক খানসহ ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো দেশীয় অশ্র দিয়ে পূর্ব শত্রুুতার জেরে কুপিয়ে মারাত্মক আহত করে। পনুর ডান পায়ের হাটুর উপর কোপ দিয়ে জখম করে। ডান পায়ের রগ কেটে দেয়। হাতের আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়াও শরীরে কমপক্ষে ১০-১২ টি কোপে রক্তাক্ত হয়। আহত অবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়। স্থানীয় আকাইদ হোসেন বলেন, এ ঘটনার ৭-৮ দিন আগে পাকুরগাছিয়া গ্রামের শানু খানের ছেলে সুমনকে দুর্বৃত্তরা পিটিয়ে পা ভেঙ্গে দেয়। সেই ঘটনার জের ধরে হয়তবা শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে আহত করতে পারে। তবে পনু মেম্বর ভাল মানুষ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আসাদুজ জামান বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। তবে কেহ মামলা করলে ব্যবস্থা নেব।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664