Spread the love
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তবর্তী সোনাই নদীর পানিতে ডুবে মারা গেছেন টহলরত বিজিবি সদস্য ল্যান্স নায়েক রফিক(৩৫) ।
নিহত ল্যান্স নায়েক রফিক কলারোয়ার কাকডাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন।
নিহত রফিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালীর বাংলাদেশ-ভারত সীমান্তরেখা সোনাই নদীতে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।