Spread the love

এসভি ডেস্ক: ফেনসিডিল ও নগদ টাকাসহ চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে রেল পুলিশ। বিজয় এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের গ্রামের বাড়ি যাওয়ার পথে শুক্রবার বেলা সাড়ে ১২টায় ভৈরবে তল্লাশী চালিয়ে রেল পুলিশ তাকে আটক করে।

সোহেল রানাকে আটকের বিষয়টি নিশ্চত করে ভৈরব জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, তার কাছে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ছাড়াও একটি চেক পাওয়া গেছে।

সোহেল রানা নামের একজনের আটকের খবর পাওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, এই সোহেল রানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের জেলার হলে এবং অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।