Spread the love

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় মানষিকতা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের দফতর থেকে একটি র‌্যালি বের হয়।

পরে সাতক্ষীরা শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের নামে ১০০ টাকায় হিসাব খুলে দেওয়া হবে। তারা এই হিসাবে সুবিধামত টাকা জমা করতে পারবে। এভাবে তাদের মধ্যে সঞ্চয় মানষিকতা গড়ে উঠবে।

কনফারেন্সে সাতক্ষীরার ২৬ টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। তাদেরকে ব্যাংকিং সুবিধা দিচ্ছে ২৬ টি তফসিলি ব্যাংক। লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে এই ব্যাংকিং ব্যবস্থাকে বেগবান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্মকর্তারা।

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালালউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. মাসুমবিল্লাহ, এসবিএসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বায়েজিদ শেখ, মো. সাহিদুর রহমান প্রমুখ।