Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জায়াতের ৬ নেতাকর্মী ও ৭  মাদক ব্যসায়ীসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৮২ পিস ইয়াবা, ১ কেজি গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন,কলারোয়া থানা থেকে ১০ জন,তালা থানা থেকে ৪ জন,কালিগঞ্জ থানা থেকে ৫ জন,শ্যামনগর থানা থেকে ১৪ জন,আশাশুনি থানা থেকে ১৩ জন,দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান,আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।