March 2, 2021, 7:49 pm
তালা প্রতিনিধি: ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা বাজার সংলগ্ন রাস্তায় মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কর্মসূচি পালন করেন।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় কলেজের শিক্ষক রেজাউল করিম, অচিন্ত্য সাহা, আশরাফুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র রায়, বিদ্যাসাগর সরকার, অরিন্দম মন্ডল, এম কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
All rights reserved © Satkhira Vision