কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার ঐতিহ্যবাহী কাকডাঙ্গা ফুটবল মাঠে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে আট দলীয় নক-আউট ভিত্তিক সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্ট এর ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ ও স্বাগতিক কাকডাঙ্গা তরুন সংঘ ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার মধ্যে কোন দল গোল করতে না পরলে প্রথমার্ধ গোল শূণ্য অবস্থায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে দু’দলই গোলের নেশায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি দর্শকদের প্রাণোবন্ত হয়ে উঠে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আগরদাড়ি সবুজ সংঘের স্ট্রাইকার মোঃ জিন্নাহর দুর্দান্ত শর্টে গোল পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ঐ ব্যবধানেই আগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ জয় লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, মাঠ কমিটির সেক্রেটারি ও ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম ডি সেলিম রেজা , প্রভাষক সানোয়ার হোসেন, ইউ পি সদস্য আব্দুস সালাম, প্রভাষক হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ সহ মাঠ কমিটির সদস্যবৃন্দ।