এসভি ডেস্ক: নির্বাচনী প্রচারণায় ডিজিটাল ডিসপ্লে ও জীবন্ত প্রাণি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। পাশাপাশি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে বহাল থেকে নির্বাচনে কেউ প্রার্থী হতে পারবে না। প্রার্থীর মনোনীত ব্যক্তিরাও এসব পদে থাকতে পারবেন না। নির্বাচনের সময় দলের পদধারীরাও পারবেন না শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে থাকতে। নির্বাচনের আগেই তাদের পদত্যাগ করতে হবে।
এসব বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের আচরণবিধি সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটি। এসব বিধি চুড়ান্ত করতে আগামী রবিবার (২১ অক্টোবর) কমিশনের সভা ডাকা হয়েছে। প্রার্থীর মনোনীত ব্যক্তিরাও এসব পদে থাকতে পারবেন না।
নির্বাচন কমিশন সূত্র জানায়, অনুষ্ঠেয় বৈঠকের এজেন্ডা হচ্ছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন, স্বতন্ত্র (প্রার্থী সমর্থন যাচাই) প্রার্থী বিধিমালা ২০১১ সংশোধন ও বিদেশি পর্যবেক্ষক বিধিমালা ২০১৮।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664