এসভি ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে। মূল সিরিজ শুরুর আগে আজ শুক্রবার (১৯ অক্টোবর) বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই স্বাগতিক বিসিবি একাদশের দুর্দান্ত বোলিংয়ে তোপের মুখে পড়েছে জিম্বাবুয়ে দল।
একমাত্র একদিনের প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু পেয়েছেন বাংলাদেশের পেস বোলাররা। ব্যাট করতে নামা জিম্বাবুয়ের টপ অর্ডারকে ভেঙে দিয়েছে সৌম্য বাহিনী।
এই প্রতিবেদন লেখার সময় ২২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
দলীয় ৭ রানের ওপেনার ক্রেইগ আরভিনকে (১) সাজঘরে ফিরিয়ে উইকেট পতনের সূচনা ঘটান পেসার এবাদাত হোসেন। দলীয় ১৫ রানে শিন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে তৃতীয় উইকেটটিও শিকার করেন তিনি। এর আগে তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেলরকে সাজঘরের পথ দেখান ওয়ানডে সিরিজের মূল স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে টেলর সাজঘরে ফেরেন মাত্র ৬ রান করে।
তিন ব্যাটসম্যানের বিদায়ের পর সিকান্দার রাজাকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু দলীয় ২৮ রানে সাজঘরে ফেরেন রাজাও। তাকে আউট করেন জাতীয় পর্যায়ের ক্রিকেটে নতুন মুখ মোহর শেখ। এরপর দলীয় ৪৭ রানে পিটার মুরকে ফেরান ইমরান আলি।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রতিটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে।