শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুলিশের সহায়তায় শিশু শ্রমের হাত থেকে রক্ষা পেল ১২ শিশু।
বুধবার সন্ধ্যায় শ্যামনগর ফিলিংস স্টেশন থেকে রাসেল বাস যোগে ইটের ভাটা শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া ১২ বছর বয়সি ১২ শিশুকে নামিয়ে নেয় শ্যামনগর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সম্পাদকের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এর নির্দেশে ওসি তদন্ত মো. আনিছুর রহমান পরিবহনে অভিযান চালিয়ে ১২ শিশুকে নামিয়ে নেয়।
আরও জানা যায়, প্রতিবছর ভাটার মৌসুমে শিশুদের কম মুজুরিতে ভাটা সরদারগণ তাদের পিতা মাতাকে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাটায় কাজ করতে নিয়ে যায়।