এসভি ডেস্ক: প্রতারণার ফাঁদে কলারোয়ায় এক বিকাশ এজেন্টের ১০হাজার টাকা উধাও হয়ে গেছে। বিকাশের ঢাকা অফিসের পরিচয় দিয়ে ফোন করে এজেন্ট নম্বর থেকে টাকা কেটে নেয় বলে জানা গেছে। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, কলারোয়া উপজেলার চন্দনপুরের গয়ড়া বাজারে।
ভূক্তভোগিরা জানিয়েছেন, গয়ড়া বাজারের মিম টেলিকম এন্ড বিকাশ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক চন্দনপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আসলাম সিকদারের নামে ০১৯১***৪১৪১ নাম্বারে একটি বিকাশ একাউন্ট খোলা আছে। তিনি বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন। গত ১২ অক্টোবর সকাল ১১টার দিকে ০১৯০৬১১০৭২৪ নাম্বার থেকে ফোন দিয়ে বিকাশের ঢাকা অফিস থেকে বলছি বলে আসলামের কাছে কিছু তথ্য জানতে চায়। সেসময় আসলাম উল্লেখযোগ্য তেমন কোন তথ্য না দিয়ে ফোন রেখে দেন। কিন্তু পরের দিন উক্ত বিকাশের নাম্বার চেক করে দেখতে পান যে, তার বিকাশ থেকে ১০হাজার টাকা উধাও হয়ে গেছে।
এ ঘটনাটি নিয়ে তিনি গত ১৩ অক্টোবর কলারোয়া থানায় সাধারণ ডায়েরী (নং-৫৪০) করেছেন।