Spread the love

নিজস্ব প্রতিনিধি: সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঠাকুর দাস মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সবুর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আসিফ শাহবাজ। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ইউপি সদস্য কালিদাস সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা বর্তমান বিশে^র মানবতার নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। প্রতিটি ঘরে পৌছে দিয়েছেন বিদ্যুতের আলো। বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য প্রতিটি ইউনিয়নে করে দিয়েছেন কমিউনিটি ক্লিনিক। তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনা কৃষকের ঘরে ঘরে সার পৌছে দিয়েছেণ। সারের জন্য এখন আর কৃষকের লাইনে দাড়াতে হয় না। দেশের প্রতিটি সড়ক চলাচলের উপযোগী করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার দেশে যে উন্নয়ন করেছে ইতিপূর্বে কোনো সরকার এ ধরনের কোনো উন্নয়ন করতে পারেনি। তিনি আরো বলেন, গত নির্বাচনে বিএনপি-জামাত চক্র সারা দেশের ন্যায় সাতক্ষীরায় যে নাশকতা সৃষ্টি করেছে সেটা ক্ষমার অযোগ্য। পেট্রোল বোমা মেরে হত্যা করেছে বহু মানুষকে। জালিয়ে দিয়েছে অনেকের ঘরবাড়ি। এছাড়াও তারা রাস্তাঘাট ও গাছ কেটে দিয়েছিল। তাদের কে বাংলার মানুষ কখনও ক্ষমা করবে না। এই বিএনপি-জামাত চক্রকে আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না বাংলার জনগণ। তিনি আরো বলেন, নৌকা প্রতিকে ভোট দিলে মানুষ ভাল থাকে। নৌকা হলো উন্নয়নের প্রতিক। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান নজরুল ইসলাম।