Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজে আরো পাঁচ বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন যে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে সেগুলো হলো- বাংলা, ইতিহাস, রাষ্টবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান। এর আগে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু ছিলো এ অঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে। ফলে মোট ৬ বিষয়ে অনার্স কোর্সে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু জানান- ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে নতুন করে বাংলা, ইতিহাস, রাষ্টবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশের চিঠি শিগগিরই পাওয়া যাবে। পাঁচটি বিষয়ে নতুন করে অনার্স কোর্স চালু হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে।’

এদিকে, নতুন ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা আনন্দ শোভযাত্রা বের করে।

শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এসময় আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।