Spread the love
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এই প্রথম শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রদান করলেন ডিজিটাল পরিচয় পত্র (আইডি কার্ড)।
 সোমবার সকালে থানা চত্বরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ ১২টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ৪২টি পূজা মন্ডপের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকদের মধ্যে এ পরিচয় পত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক তদন্ত জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার নাজিমুজ্জামান, আনছার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন, থানার এসআই সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, এএসআই নুর আলী প্রমুখ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ নিজ উদ্যোগে তাঁর অফিসারদের নিয়ে উপজেলার ৪২টি পূজা মন্ডপের ৮শত স্বেচ্ছাসেবকের মধ্যে এই পরিচয় পত্র প্রদান করেন। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য এমন সুন্দর ব্যবস্থা করায় হিন্দু সম্প্রাদয়ের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।