Spread the love

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে পাউবো বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। কপোতাক্ষ নদীর প্রবল স্রোতে ভাঙন ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।

স্বেচ্ছা শ্রমের ভিত্তিত্বে কাজ শুরু হলেও পাউবো কর্তৃপক্ষ এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব মাসুদুল আলম জানান, ইউনিয়নের পার্শ্বেমারী টেকের হাটখোলা হতে মহসিন শেখের বাড়ী পর্যন্ত প্রায় ৫শত ফুট স্থান কপোতাক্ষ নদীতে ধ্বসে পড়েছে। পাউবো কর্তৃপক্ষকে বার বার তাগাদা দেওয়া স্বত্ত্বেও অদ্যবধি কোন কাজ শুরু হয়নি। স্থানীয়দের সহায়তায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিত্বে কোন রকমে কাজ শুরু হয়েছে।

ক্ষতিগ্রস্থ স্থান যে কোন মুহুর্তে ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতির হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট পাউবো সেকশন অফিসার (এসও) মাসুদ রানা ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, ‘ভাঙন কবলিত স্থান মেরামতের জন্য সাড়ে ৫লক্ষ টাকা বরাদ্ধ চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শ্রীঘ্রই কাজ শুরু হবে’