February 27, 2021, 5:57 am
দেবহাটা প্রতিনিধি: শাঁখরায় জনবসতি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পোল্ট্রি মুরগীর চাষ। আর এর ফলে দূর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে ৩নং ওয়ার্ড পদ্ম-শাঁখরা একটি জনবহুল এলাকা। এই ঘন জনবসতি পূর্ণ পরিবেশে মৃত নাজের আলী গাজীর পুত্র আল মাসুদ পরিবেশ অধিদপ্তরের কোন নীতিমালা না মেনে চালিয়ে যাচ্ছে ব্যাবসা।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, এই মাসুদ দীর্ঘদিন ধরে জনবসতি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী চাষ করে আসছে। আর তার খামারের বর্জ্য আশপাশের এলাকাগুলো জনগনের বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। এর প্রভাবে অসুস্থ্য হয়ে পড়ছে স্থানীয়রা। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, স্বাস্থ্যহীনতায় ভূগছে এলাকাবাসী, পড়াশুনার ক্ষতি হচ্ছে কোমলমতী শিক্ষাথীদের। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয়রা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।
All rights reserved © Satkhira Vision