ঢাকা আহছানিয়া মিশনের পারভীন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকৌশলী মনিরুজ্জামান মনির, সোহেল রানা বাবু, সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, ন্যাশনাল সার্ভিসের সুফলভোগীগণ সহ বিপুল সংখ্যক শিক্ষা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া।
এসময় অতিথিবৃন্দ অনুষ্ঠানে হাত ধোয়ার বিভিন্ন ডিভাইস তৈরির জন্য একাধিক দলকে এবং কুইজে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের করা হয়।