নিজস্ব প্রতিনিধি: র্যালি আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের মোজাহার আলী পেট্রোল পাম্প সংলগ্ন পৌর শ্রমিক লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাসটার্মিনালে আলোসভায় মিলিত হয়। জাতীয় শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ১৯৬৯ সালের ১২অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠিত করেন। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশ আওয়ামীলীগের একটি শক্তিশালী অংগ সংগঠন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে এ সংগঠন। দেশ ও জাতির সামগ্রীক উন্নয়নের স্বর্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মকে দেশের সামগ্রীক উন্নয়নে কাজে লাগাতে হবে। আমাদের মূল লক্ষ্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সেজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিক লীগের সভাপতি জোহর আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর জব্বার, কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম ঢালী, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত আলী, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজালাল, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিকলীগের সভাপতি জোহর আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, শেখ নুরুল্লাহ, ইদ্রিস আলী, বাবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, মিলন হোসেনসহ জেলা, সদর, পৌর আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগ জেলার বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ খালেক।