দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর অমল চন্দ্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের দেড় মাস পর তদন্ত বোর্ডি বসছে আগামি কাল রবিবার।
সরেজমিনে তদন্ত করলে বেরিয়ে আসবে সকল দুর্নীতি অনিয়েমের তথ্য। এদিকে নিজেকে নিজেকে বাঁচতে কয়েক জন দোকানদারের কাছ থেকে লাইসেন্স নবায়নের নামে অতিরিক্ত টাকা ফেরৎ দিয়ে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছে অমল।
উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের টনক নড়ে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০ সেপ্টেম্বর তারিখে সিভিল সার্জন সাতক্ষীরার পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে রবিবার তদন্ত করা হবে বলে জানা গেছে।
এই বোর্ডের তদন্ত রিপোর্ট আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে উক্ত পত্রে। এ কমিটিতে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন কে সভাপতি, সদস্য সচিব সিভিল সার্জনের কার্যালয়ের ডা. জয়ন্ত সরকার এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর রথিন্দ্র নাথকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে।