নিজস্ব প্রতিনিধি:
সন্তানকে বুকের দুধ দিন, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলুন’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা দিবস ২০১৮ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোটারী ক্লাব সাতক্ষীরা, রোটারী ক্লাব কোলকাতা, সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার ও ইএইচআরডি ক্যান্সার সাপোর্ট সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান।
সভায় প্রধন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট এ্যাপোলো ক্যান্সার হাসপাতাল, ভারত থেকে আগত প্রফেসর ডা. এল এন বিশ্বাস।
সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. দেবাশিষ মিত্র, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. এস এম মোখলেছুর রহমান, বি এম এ’র সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. এস জেড আতিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার এর নির্বাহী সদস্য রোকেয়া রুমি প্রমুখ।
রোটারী ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান হাসিবুর রহমান রনির সভাপতিত্বে বক্তরা এসময় স্তন ক্যান্সারের বিষয়ে উপস্থিত সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, স্তন ক্যান্সার একদিকে যেমন নীরব ঘাতক রোগ অন্যদিকে তেমনি সহজেই নিরাময় যোগ্য। তবে সকলকে আগে থেকেই সচেতন হতে হবে। নিয়মিত পরামর্শ নিতে হবে। লক্ষণগুলো জানতে হবে। তবেই এই নীরব ঘাতক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এর আগে সাতক্ষীরা পৌরসভা থেকে এক বর্ণাঢ্য গোলাপী শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে ডাক্তার ও নার্সসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বাংলাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়ে আসছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608