এসভি ডেস্ক: জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন ইমরান তাহিরের দারুণ বোলিংয়ে প্রথম ৩৪ রানে জয় পেয়েছে প্রোটিয়ারা।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করেছে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরু থেকেই ইমরান তাহিরের তোপের মুখে পড়ে। জিম্বাবুয়ের ইনিংসের ৬ রানে ওপেনার চামু চিবাবাকে আউট করেন ইমরান তাহির। এরপর ১১ রানে যেতেই আরেক ওপেনার হ্যামিল্টন মাসকাদজাকে সাজঘরে পাঠান প্রোটিয়া এ স্পিনার। দলীয় ৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়েকে খাদের কিনারা টেনে তুলতে চেষ্টা করেন পিটার মুর। মুর এদিন সর্বোচ্চ ৪৪, ব্রেন্ডন মাভুতা ২৮ ও সেন উইলিয়ামস ২১ রানে জিম্বাবুয়ের ইনিংস ১২৬ রানে শেষ হয়েে যায়। বল হাতে ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন তাহির। এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন রশি ফন ডার ডুসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে মিলারের ব্যাট থেকে। এছাড়া ৩৪ রান করেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
আগামী ১০ অক্টোবর শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুযের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।