নিজস্ব প্রতিনিধি: “বাল্য বিবাহকে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৮ উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মেহেরুন নেছা মহুয়া, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা জোৎস্না দত্ত, শুভ সিবিও সভানেত্রী শামীমা পারভীন ডেইজি, বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, স্বদেশের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অপ্রাপ্ত বয়সে নারীদের বাল্য বিবাহ দিলে তাদের সন্তান জন্ম দিলে তারা অপুস্টিতে ভোগে। এছাড়াও অপ্রাপ্ত বয়সে নারীদের সন্তান প্রসবে মৃত্যুর ঝুকি থাকে।
বক্তারা আরো বলেন, এক শ্রেনীর আইনজীবী ও কাজীর যোগ সাজসে বাল্য বিবাহ অহরহ হচ্ছে। এ সময় বাল্য বিবাহ নিরোধে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664