Spread the love
ফয়সাল আহম্মেদ, আগরদাঁড়ী: সাতক্ষীরা সদর  উপজেলার আবাদের হাট এলাকা হতে ৪ শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধায় ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে আবাদেরহাট এলাকায় এসে মোবাইলে টাকা লোড দিতে গেলে তাদের কথায় অসংগতি দেখা দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা যায়, একজন মহিলার স্বামীকে মিয়ানমার সেনা বাহিনি হত্যা করেছে।আর একজন মহিলার  স্বামী মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। স্বামীকে খুজতে  তারা  মিয়ানমার থেকে ভূল করে ভারতে আশ্রয় নেয়।
এ সময় ভারতের  বিএসএফ এর কাছে ধরা পড়লে  বৈকারী বর্ডার দিয়ে  বাংলাদেশে পাঠায়। তারা ঘুরতে ঘুরতে আবাদের হাটে এসে একটি বিকাশের দোকানে টাকা লোড দেওয়ার জন্য যায়। সেই সময় তাদের ভাষা শুনে অসংলগ্নতা প্রকাশ পায়।
এরপর আবাদের হাটের জনগন তাদের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য নিজের কাজ থেকে কিছু টাকা তুলে তাদের খাওয়ায় এবং কিছু টাকা তাদের কাছে  দিয়ে দেয় এবং সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিশ্চত করে বলেন, তাদেরকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।