দেবহাটা প্রতিনিধি: সদ্য প্রকাশিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে পূর্বের ধারা অব্যাহত রেখে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ২ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ি, ২০১৮ সালে অত্র কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উভয়ে জিপিএ ৫ পেয়েছিল। যার মধ্যে দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের বাসিন্দা রমা মনি পাল মাগুরা মেডিকেল কলেজে এবং একই উপজেলার পারুলিয়া জেলেপাড়া গ্রামের বাসিন্দা অমিত মাঝি চান্স পেয়েছে খুলনা মেডিকেল কলেজে। কলেজের শিক্ষক-কর্মচারী তথা বিভিন্ন মহল থেকে উভয়কে আন্তরিক অভিনন্দন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।