তালা প্রতিনিধি :
আগত সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা-কলারোয়া আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত বুধবার দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় তিনি জনগনের মাঝে মন্ত্রী থাকাকালে তার উন্নয়নের ইতিহাস তুলে ধরে কুশল বিনিময় করে লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করেন।
তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা ইউনিয়নের বাদাম তলা বাজার, গৌরীপুর কাজী মোড়, মেল্লেকবাড়ী বাজার, বাহাদুরপুর বাজার, মাহমুদপুর গনসংযোগ করেন।
এ সময় সাবেক এই মন্ত্রীর সঙ্গে ছিলেন তালা উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস,এম আলাউদ্দীন, তেঁতুলিয়া ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক এ্যাডঃ জিল্লুর রহমান, কুমিরা ইউনিয়ন জাপার সভাপতি জামাল উদ্দীন, সাধারন সম্পাদক সাহাজান আলী, স্বেচ্ছাসেবক পাটি’র উপজেলা সভাপতি এ্যাডঃ কবির আহমেদ, সাধারন সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, ছাত্র সমাজের উপজেলা সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক ইউনুস আলী সরদার, জাপা নেতা আমিনুর রহমান, কৃষক পার্টির নেতা ছবির হোসেন, যুবসংহতি নেতা হযরত মোড়ল, জাপা নেতা আব্দুল গনি, সিদ্দিকুর রহমান, আব্দুল কাদের, আজিজুল ইসলাম, হাসেম আলী, যুবসংহতি নেতা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।