Spread the love

এসভি ডেস্ক: প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫ শতাংশ কোটা বহালের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইটে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৪র্থ বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী রোমান বলেন, ৫ শতাংশ প্রতিবন্ধী কোটার জন্য আন্দোলন করছি। অনেক সংগ্রাম করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে কি করব? অন্য সকল শিক্ষার্থীর মত প্রতিযোগিতায় টিকতে পারব না। আমাদের জন্য কোটা রাখতে হবে।

আরেক প্রতিবন্ধী শিক্ষার্থী আসিফ বলেন, ১১ দফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রতিবন্ধীরা বিশ্বে অনেক পুরস্কার পেয়েছে। আশা করি প্রধানমন্ত্রী কোটা রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহণ করবে।