Spread the love

এসভি ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিকদের বলেছেন, আমি জানি না আগামী নির্বাচন কেমন হবে, আল্লাহ্ ভালো জানেন। তবে জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা সব সময় নির্বাচন করি, এবারও করবো। তিনশ’ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করা আছে। আগামী ২০ অক্টোবরের পর মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রার্থীদের নাম ঘোষণা করবো।

সোমবার সকালে রংপুরের সেনপাড়ায় নিজের স্কাই ভিউ বাড়ির সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অপর এ প্রশ্নে জবাবে এরশাদ বলেন, রওশন এরশাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব-বিভেদ নেই। আমরা এক ছিলাম, এক আছি। আমরা এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো। এর মধ্যে কোনো বিভেদ নাই। জাতীয় পার্টির এখন একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে চাই।

জাপা চেয়াম্যান আরও বলেন, রংপুর অঞ্চল হলো জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গ ভাঙার সাধ্য কারো নেই।