Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক রচনা প্রতিযোগিতা শনিবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ রচনা প্রতিযোগিতার বিষয় ছিলো: ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা’। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট. গার্লস পাইলট ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাকিবুর রহমান, গার্লস পাইলট হাইস্কুলের ফারিহা সিদ্দিকী ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আরিফা সুলতানা রিতা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন বলেন, এ রচনা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দুর্নীতি বিষয়ে যেটুকু অবগত হতে পেরেছে, সেটিই একটি বড় অর্জন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক অনুপ কুমার, জাকিয়া পারভীন প্রমুখ।