Spread the love

এসভি ডেস্ক: মালয়েশিয়ার সেলানগোর রাজ্যের সেপাং জেলার পরিতেক্ত্য একটি খনির জলাশয় থেকে এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল ছয় ডুবুরির।

বুধবার (৩ অক্টোবর) ১৭ বছর বয়সী ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে ওই জলাশয়ে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তাকে খুঁজতেই ওই জলাশয়টিতে নেমেছিল ডুবুরিরা।

সেপাং জেলার পুলিশ প্রধান আবদুল আজিজ আলি বলেন, জলাশয়টিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে আসা ডুবুরিরা সব নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করেই পানিতে নেমেছিল। তবে জলাশয়ে নামার পর হঠাৎ ঘূর্ণিপাকে আটকা পড়ে যায়। তখন তীব্র স্রোতে তাদের দেহের সঙ্গে লাগানো যন্ত্রপাতি খুলে যায়।

আজিজ আলি বলেন, সহকর্মীরা তাদের উদ্ধার করার চেষ্টার মধ্যেই প্রায় আধঘন্টা পার হয়ে যায়। যখন ওই ডুবুরিদের পানি থেকে বের করে আনা হয় তখন সবাই অজ্ঞান ছিলেন, পরে তাদের জ্ঞান আর ফিরেনি।

উল্লেখ্য, ঘটনার দিন সকালে ভারি বৃষ্টিপাত হওয়ায় সৃষ্টি হওয়া পানির একটি প্রবল ধারা জলাশয়টিতে নেমে আসার কারণেই ওই ঘূর্ণিস্রোত তৈরি হয়েছিল। এর ফলেই তাদের মৃত্যু হয়।

তবে বৃহস্পতিবার (৪ অক্টোবর) নিখোঁজ ওই বালকের খোঁজে আবার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।